





MEMBERS
১। কামরুজ্জামান (কমল)
২। দেলোয়ার হোসেন (চুন্নু)
৩। ফরহাদ হোসেন
৪। আনোয়ার হোসেন -১
৫। সুশান্ত কুমার পাল
৬। নীল কমল নন্দী
৭। মোঃ হারুন অর রশিদ
৮। হাফিজুর রহমান
৯। ফারুক আহমেদ
১০। কাজী ওয়াজিবুল্লাহ বাবলা
১১। তাজুল ইসলাম
১২। বুলবুল
১৩। মোঃ সিরাজ
১৪। মাসুদ রানা মুসলিম
১৫। সুলতান মল্লিক
১৬। আব্দুল কাদের
১৭। চাঁদ শরীফ
১৮। হযরত আলী
১৯। নূর সেলিম
২০। মোঃ মনোয়ার হোসেন
২১। আলাউদ্দিন
২২। শফিকুল ইসলাম সুফি
২৩। সাইমন আরমান
২৪। মোঃ শাহ আলম – ১
২৫। নাজমুল হক ব্রুসলি
২৬। নূরে আলম চান্দু
২৭। মোঃ মিঠু
২৮। শামসুল ইসলাম রাজীব
২৯। মোঃ শাহী
৩০। আব্দুর রহিম
৩১। যাদু আজাদ
৩২। মহসিন আলি – ১
৩৩। মোঃ শেখ জামাল (বিদায়)
৩৪। গুলজার খান
৩৫। হেদায়েত আলম (কলকাতা)
৩৬। মোঃ কামাল উদ্দিন (বডি)
৩৭। আকবর পালোয়ান
৩৮। নাসির পালোয়ান
৩৯। আকবর কাশেম
৪০। তাহের আহাম্মেদ
৪১। মোহাম্মদ ইউসুফ খান
৪২। আব্দুল মতিন বাবুল ( বাঘা)
৪৩। মোঃ শেখ শামীম
৪৪। সারোয়ার হোসেন
৪৫। পাত্থর
৪৬। মোঃ হাবিবুর রহমান
৪৭। মোঃ শাহজাহান
৪৮। মোঃ জাকির হোসেন মির
৪৯। ইমন আনোয়ার
৫০। জাহাঙ্গীর আলম
৫১। ইলিয়াস আহাম্মেদ
৫২। মোঃ মিজান
৫৩। মোঃ জাবেদ
৫৪। মোঃ মনিরুজ্জামান মনির – ২
৫৫। মোঃ আশিকুর রহমান আশিক
৫৬। মোঃ কামাল (দামি)
৫৭। দেলোয়ার হোসেন
৫৮। সুমন রেজা জুম্মন
৫৯। ইমন হোসেন
৬০। মাসুদ রানা (পটকা)
৬১। মোঃ আলমগীর হোসেন
৬২। মোঃ নবাব আলী (বোবা)
৬৩। আনোয়ার হোসেন (আনু)
৬৪। মোঃ জাহাঙ্গীর আলম মিলন
৬৫। মোঃ দেওয়ান জামাল
৬৬। মোঃ নাসিম মিয়া
৬৭। কাজল কুমার
৬৮। নিরঞ্জন সরকার
৬৯। দীপক কুমার
৭০। শম্ভু সরকার (সঞ্জয়)
৭১। শ্রী বাদল চন্দ্র
৭২। নেপাল চন্দ্র বণিক
৭৩। ইউনুস আহাম্মেদ
৭৪। সুজাব আলী মন্ডল নেপালি
৭৫। কাজী রেজাউল করিম (স্বপন)
৭৬। আমিনুল ইসলাম
৭৭। আনোয়ার হোসেন (পান)
৭৮। মোঃ হাসান
৭৯। মোঃ রাসেল আহাম্মেদ
৮০। মোঃ গাউস আলম
৮১। আব্দুল গফুর
৮২। আশরাফুল আলম উজ্জ্বল
৮৩। মোঃ মিজান
৮৪। শাহাবুদ্দিন মিয়া
৮৫। কালামিয়া টাইগার
৮৬। মুজিবুর রহমান টাইগার
৮৭। মোঃ হেলাল উদ্দিন চেঙ্গিস
৮৮। মকবুল হোসেন
৮৯। মোঃ জামাল (মোল্লা)
৯০। মোঃ সালাম মিয়া
৯১। মোঃ শহীদ আখতার(বাবুল)
৯২। মোঃ শহিদুর রহমান
৯৩। মোঃ মাসুদ খান
৯৪। মোঃ সোহেল (সাভার)
৯৫। মোঃ আলম
৯৬। মোঃ রমজান শেখ
৯৭। মোঃ ফিরোজ আলম (মুন্না)
৯৮। মোঃ ইদ্রিস মিয়া
৯৯। মোঃ শাহপরান
১০০। মোঃ সিরাজ মাস্টার
১০১। হাবিবুর রহমান (পাংকু)
১০২। মোঃ নাহিদ
১০৩। মনিরুজ্জামান খান মনির১
১০৪। আব্দুল মালেক
১০৫। গিয়াস উদ্দিন (বাচ্চু রাজ)
১০৬। সাইদুল ইসলাম (রনি)
১০৭। জসীমউদ্দীন (হীরা)
১০৮। মোঃ রিয়াজ হোসেন
১০৯। মোঃ রবিন
১১০। মোঃ কামাল হোসেন
১১১। ফরহাদুল ইসলাম কুরবান
১১২।
১১৩।
১১৪। মোঃ সোহেল রানা
১১৫। মোঃ মোক্তার হোসেন
১১৬।
১১৭। মোঃ সবুর মিয়া সরকার
১১৮। এনাম পাহাড়ি
১১৯। সিরাজ মিয়া (মাস্টার)
১২০। মমিনুল ইসলাম মনির দিন
১২১। মনির হোসেন
১২২। মিজানুর রহমান
১২৩।
১২৪। শাহজালাল (সানি)
১২৫। মোঃ মহসিন মিয়া – ২
১২৬। মোঃ মাহবুব আলম
১২৭। মোঃ জসিম উদ্দিন
১২৮। নাহিদ আহাম্মেদ
১২৯। রাকিব হোসেন খোকন
১৩০। দিলওয়ার হোসেন (দিলু)
১৩১। ওবায়দুল হক
১৩২। মোঃ ফয়সাল
১৩৩। নূর মোহাম্মদ রোমা
১৩৪। মোঃ শহিদুল ইসলাম
১৩৫।
১৩৬। মোঃ নিরব ভূঁইয়া
১৩৭। মোঃ মুকুল
১৩৮। মোঃ মীর সাঈদ খান
১৩৯। মোঃ নাঈম মিয়া ঢাকা
১৪০।
১৪১। মোহাম্মদ জসিম উদ্দিন
১৪২। মোঃ ফরহাদ (লম্বা)
ABOUT US
বাংলাদেশ ফিল্ম ফাইটার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সভা ১৬ অক্টোবর ২০২৪ ইং এর সভায় সকলের উপস্থিতিতে সমিতির প্রতিষ্ঠা থেকে বর্তমান সময় পর্যন্ত বিস্তারিত বিষয় সকলকে অবহিত করা হয় এবং সকল হিসাব নিকাশ পরিচালনা ও পরবর্তী পদক্ষেপ পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। নিন্মবর্ণিত ভাবে এর বিস্তর আলোচনা করা হলো।
১। ০৫ জুলাই ১৯৯৪ ইং তারিখে ভাই ভাই এ্যাকশন সঞ্চয়ীগোষ্ঠী বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্র নায়ক মরহুম জসীমের হাত ধরে প্রতিষ্ঠা পায়।
২। প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন মরহুম আজাদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন জনাব ব্রুসলী এবং প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন জনাব হাফিজ।
৩। সভাপতি আজাদ সাহেবের মৃত্যুর তার স্থলাভিশিক্ত হন জনাব কমল পাঠান, সাধারণ সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন জনাব সেকান্দার এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন জনাব হাফিজ।
৪। জনাব কমল পাঠান দায়িত্ব ছেড়ে দেয়ার পর সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন জনাব ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন জনাব রাজু আহাম্মেদ এবং কোষাধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন জনাব হাফিজ।
৫। সভাপতি জনাব ফরহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক জনাব রাজু আহাম্মেদের দায়িত্ব পালনকালীন সময়ে কোষাধ্যক্ষ জনাব হাফিজ দায়িত্ব ছেড়ে দেয়ার পর তার স্থলাভিশিক্ত হন জনাব হযরত আলী। জনাব হযরত আলী দায়িত্ব ছেড়ে দেয়ার পর কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন জনাব বাসেদ। সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহাম্মেদ এবং কোষাধ্যক্ষ বাসেদ গোপনে ভাই ভাই এ্যাকশন সঞ্চয়ী গোষ্ঠীর নাম পরিবর্তন করে বাংলাদেশ ফিল্ম ফাইটার বহুমুখী সমবায় সমিতি লিঃ নামকরণ করেন। যার রেজিষ্ট্রেশন নাম্বার ৪৭৭। অত্র কমিটি এই সমিতির ব্যাংকিং লেনদেনসহ সমিতির কোন কার্যক্রম সম্পর্কে কোন সদস্যকে অবগত করে নাই এমনকি তারা বাংলাদেশ ফিল্ম ফাইটার বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নামে কোন ব্যাংকে এ্যাকাউন্টও খুলেননি।
৬। জনাব ফরহাদ হোসেন দায়িত্ব ছেড়ে দেয়ায় পর সভাপতির দায়িত্ব পালন করেন জনাব ভাতিজা চুন্নু। ভাতিজা চুন্নু দায়িত্ব ছেড়ে দেয়ার পর সভাপতির দায়িত্ব পালন করেন জনাব আনোয়ার হোসেন। ২০১৮ সালে জনাব রাজু আহাম্মেদ অসুস্থ হয়ে যাওয়ার কারণে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন জনাব সুশান্ত পাল।
৭। পূর্ববর্তী কমিটি বাতিল ঘোষনা করে সমবায় সমিতি ৩ (তিন) সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে। যাদের পরিচালনায় গত ২৮ জুলাই ২০২৪ ইং তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে সভাপতি পদে জনাব সুশান্ত পাল, সাধারণ সম্পাদক পদে জনাব হারুন অর রশিদ ও কোষাধ্যক্ষ পদে জনাব মোঃ তাজুল ইসলাম নির্বাচিত হন। অন্রান্য পদে নির্বাচিতদের নাম ও বিস্তারিত তথ্য সমবায় সমিতি এবং বাংলাদেশ ফিল্ম ফাইটার বহুমুখী সমবায় সমিতি লিঃ এর দপ্তরে সংরক্ষিত আছে।
৮। নির্বাচিত নতুন কমিটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় সভাপতি জনাব সুশান্ত পাল সমিতির সকল কার্যক্রম (সাধারণ সম্পাদক জনাব হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ জনাব মোঃ তাজুল ইসলাম) এই দুই জনের মধ্যে একজনকে সাথে নিয়ে পরিচালনা করতে পারবে। এই শর্ত অনুযায়ী ব্যাংকে এ্যাকাউন্ট খোলা হয়।
৯। এই কমিটি ০১ জানুয়ারী ২০২৩ ইং থেকে ১৫ ডিসেম্বর ২০২৪ ইং পর্যন্ত সদস্যদের চাদা ও অন্যান্য কালেকশন মিলে সর্বমোট =২,৯৫,০০০/= (দুইলক্ষ পচানব্বই হাজার) টাকা ব্যাংকে জমা প্রদান করে। সমিতির বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য মোট =১,৫০,০০০/= (একলক্ষ পঞ্চাশ হাজার) টাকা খরচ হয়। বাকী =১,৪৫,০০০/= (একলক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা ব্যাংকে জমা আছে। যার সম্পূর্ণ হিসার সংগঠনের দপ্তরে লিপিবদ্ধ আছে।
NB. সকলের অবগতির জন্য এই তথ্যগুলো ওয়েব সাইটে তুলে ধরা হলো।