৮। নির্বাচিত নতুন কমিটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় সভাপতি জনাব সুশান্ত পাল সমিতির সকল কার্যক্রম (সাধারণ সম্পাদক জনাব হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ জনাব মোঃ তাজুল ইসলাম) এই দুই জনের মধ্যে একজনকে সাথে নিয়ে পরিচালনা করতে পারবে। এই শর্ত অনুযায়ী ব্যাংকে এ্যাকাউন্ট খোলা হয়।

৯। এই কমিটি ০১ জানুয়ারী ২০২৩ ইং থেকে ১৫ ডিসেম্বর ২০২৪ ইং পর্যন্ত সদস্যদের চাদা ও অন্যান্য কালেকশন মিলে সর্বমোট =২,৯৫,০০০/= (দুইলক্ষ পচানব্বই হাজার) টাকা ব্যাংকে জমা প্রদান করে। সমিতির বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য মোট =১,৫০,০০০/= (একলক্ষ পঞ্চাশ হাজার) টাকা খরচ হয়। বাকী =১,৪৫,০০০/= (একলক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা ব্যাংকে জমা আছে। যার সম্পূর্ণ হিসার সংগঠনের দপ্তরে লিপিবদ্ধ আছে।

NB. সকলের অবগতির জন্য এই তথ্যগুলো ওয়েব সাইটে তুলে ধরা হলো।